জোর করে জমি দখল করলে করণীয় | আইন অনুযায়ী জমি উদ্ধারের ৭ ধাপ

কেউ আপনার জমি জোর করে দখল করে নিলে আতঙ্কিত না হয়ে আইন অনুযায়ী পদক্ষেপ নিন। সঠিক পথে এগোলে পুলিশ ও আদালতের মাধ্যমে জমি ফেরত পাওয়া সম্ভব। নিচে সাতটি কার্যকর ধাপ দেওয়া হলো, যা অনুসরণ করলে আপনার জমি উদ্ধারের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।

সামাজিক বৈঠক সালিশ

গ্রামের চেয়ারম্যান, মেম্বার, মাতব্বর, মোড়লদের নিয়ে বৈঠক ডাকুন। বৈঠকের রায় আপনার পক্ষে হলে লিখিতভাবে রায় নিন এবং চেয়ারম্যানসহ উপস্থিত ব্যক্তিদের সাক্ষর সংরক্ষণ করুন।

থানায় আপোষ বৈঠক

এটি মামলা নয়, বরং আপোষ মীমাংসা। থানার ওসি, জনপ্রতিনিধি ও প্রভাবশালী ব্যক্তিদের উপস্থিতিতে উভয় পক্ষের কথা শুনে সমাধান চাইবেন। রায় আপনার পক্ষে হলে ওসির স্বাক্ষরসহ প্রমাণ রেখে দিন। আসামি পক্ষ না এলে থানার পক্ষ থেকে লিখিত রিপোর্ট নিন।

পুলিশের সামনে কথা বলতে পারবে ভয় পাবে না এবং জমি বিষয়ে অনেক কিছু বোঝে এমন একটি লোক সাথে নিয়ে যাবেন আপনার পক্ষে তাহলে কাজ করতে সুবিধা হবে ।

থানায় সাধারণ ডায়েরি(জিডি)

দখলকারিদের নামে থানায় একটি জিডি করে রাখুন । সামাজিক বৈঠকে, থানায় বিচার করে যদি কাজ না হয় তাহলে থানায় তাদের নামে একটি সাধারণ জিডি করে রাখুন পরে আপনার কাজে লাগতে পারে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বা এসি (ভূমি) বরাবর অভিযোগ

প্রশাসনিকভাবে জমি উদ্ধারের জন্য ইউএনও বা এসি (ভূমি)-এর কাছে জমির কাগজ সহ লিখিত অভিযোগ দিন। প্রয়োজনে তারা পুলিশ পাঠিয়ে দখলদার উচ্ছেদ করতে পারেন।

আদালতে মামলা

দেওয়ানি আদালতে “দখল পুনঃপ্রাপ্তি” মামলা করুন। প্রয়োজনে অস্থায়ী নিষেধাজ্ঞা (Temporary Injunction) চাইতে পারেন, যাতে দখলদার আর কোনো পরিবর্তন করতে না পারে। আদালতে মামলা করার আগে একটা অভিজ্ঞ একজন উকিল দিয়ে মামলা করবেন । 

প্রমাণ সংগ্রহ ও সংরক্ষণ

দলিল, খতিয়ান, নামজারি, ছবি, ভিডিও, সাক্ষীর বিবৃতি—সব প্রমাণ সঠিকভাবে সংরক্ষণ করুন। মামলা চলাকালীন এগুলো আপনার পক্ষে শক্ত প্রমাণ হবে। আপনি আগে যেগুলো সালিশ বা বৈঠক করেছেন সেগুলো ভিডিও লিখিত কাগজ পত্র সংগ্রহ করে রাখবেন । পরে আদালতে সেগুলো পেশ করবেন তাহলে আপনার পক্ষে রায় চলে আসবে ।

সংঘর্ষ এড়িয়ে চলুন

কখনোই নিজের হাতে জমি উদ্ধার করার চেষ্টা করবেন না। এতে উল্টো আপনার বিরুদ্ধেই ফৌজদারি মামলা হতে পারে। সবসময় আইন মেনে চলুন। আপনি তাদেরকে বলবেন আমার জমি আমাকে ফেরত দিন । তখন তারা উত্তেজিত হলে আপনি গোপনে ভিডিও করে রাখবেন । পরে আদালতে সেগুলো প্রমাণ জমা দিবেন তাহলে আপনার পক্ষে রায় আসবে ।

Post a Comment

أحدث أقدم