Privacy Policy

Privacy Policy
Bangla

Privacy Policy

সর্বশেষ হালনাগাদ: · ডোমেইন:

১) পরিচিতি

Land Survey BD (“আমরা”, “সাইট”, “landsurveybd.com”) বাংলাদেশের ভূমি জরিপ, জমি পরিমাপ, খতিয়ান/মৌজা সংক্রান্ত তথ্য ও সহায়ক কন্টেন্ট প্রকাশ করে। এই গোপনীয়তা নীতিমালা আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার ও সুরক্ষিত করা হয় তা ব্যাখ্যা করে।

নীতিমালাটি শুধুমাত্র https://www.landsurveybd.com/ ও এই ডোমেইনের সাবপেজগুলোর জন্য প্রযোজ্য।

২) আমরা কোন তথ্য সংগ্রহ করি

  • স্বেচ্ছায় দেওয়া তথ্য: যোগাযোগ ফর্ম/কমেন্টে আপনার নাম, ইমেইল, বার্তা।
  • ব্যবহার ডাটা: ভিজিটের সময়, দেখা পেজ, রেফারার URL, ব্রাউজার/ডিভাইস তথ্য।
  • কুকিজ: সাইটের কার্যকারিতা, পছন্দ সংরক্ষণ ও অ্যানালিটিক্স/বিজ্ঞাপনের জন্য ক্ষুদ্র ফাইল।
  • অবস্থান-সংক্রান্ত অনুমান: আইপি-ভিত্তিক আনুমানিক লোকেশন (যদি অ্যানালিটিক্স/বিজ্ঞাপন সক্রিয় থাকে)।

৩) সংগৃহীত তথ্য আমরা কীভাবে ব্যবহার করি

  • কন্টেন্ট ও সেবার মানোন্নয়ন, ত্রুটি নির্ণয় ও সাইট পারফরম্যান্স উন্নত করা।
  • কমেন্ট/ফর্মের জবাব দেওয়া ও সহায়তা প্রদান।
  • ব্যবহারকারীর আগ্রহ অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শন (যদি বিজ্ঞাপন সক্রিয় থাকে)।
  • আইনগত বাধ্যবাধকতা পূরণ ও অপব্যবহার প্রতিরোধ।

৪) কুকিজ ও ট্র্যাকিং টেকনোলজি

কুকিজ আপনার ব্রাউজারে সংরক্ষিত ক্ষুদ্র টেক্সট ফাইল যা সাইটকে আপনার পছন্দ মনে রাখতে সাহায্য করে এবং পরিসংখ্যান/বিজ্ঞাপনের জন্য ব্যবহার হতে পারে। আপনি চাইলে ব্রাউজারের সেটিংস থেকে কুকিজ ব্লক/মুছে দিতে পারেন।

ধরনউদ্দেশ্যউদাহরণ
প্রয়োজনীয়সাইটের মৌলিক ফিচারলগইন সেশন, নিরাপত্তা
পছন্দভাষা/থিম সেটিংসবাংলা/English নির্বাচন
পরিসংখ্যানট্রাফিক বিশ্লেষণপেজ ভিউ, ইউজার ফ্লো
বিজ্ঞাপনপার্সোনালাইজড অ্যাডরিমার্কেটিং কুকিজ

কুকিজ ম্যানেজমেন্ট সহায়তা: allaboutcookies.org

৫) Google AdSense ও বিজ্ঞাপন পার্টনার

আমরা Google AdSense ব্যবহার করতে পারি, যা কুকিজ ও/অথবা ওয়েব বীকন ব্যবহার করে আপনার পূর্ববর্তী ভিজিটের ভিত্তিতে বিজ্ঞাপন প্রদর্শন করে। Google-এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত: Google Ads Policy

বিজ্ঞাপন পার্টনারদের কুকিজ/ট্র্যাকিং তাদের নিজস্ব নীতিমালার আওতায় পড়ে; আমরা এসবের উপর সরাসরি নিয়ন্ত্রণ রাখি না।

৬) অ্যানালিটিক্স (যদি ব্যবহার করা হয়)

আমরা Google Analytics বা সমমানের টুল ব্যবহার করতে পারি সাইটের ট্রাফিক বিশ্লেষণের জন্য। আপনি চাইলে নিম্নোক্ত লিঙ্ক থেকে অপ্ট-আউট করতে পারেন: GA Opt-out Add-on

৭) লগ ফাইলস

অধিকাংশ ওয়েবসাইটের মতো, আমরা সার্ভার লগ ফাইলে ভিজিট সময়, আইপি ঠিকানা, ব্রাউজার টাইপ, ISP, রেফারিং/এগজিট পেজ ইত্যাদি সংগ্রহ করতে পারি। এই তথ্য নিরাপত্তা, ত্রুটি সমাধান ও সামগ্রিক ট্রেন্ড বোঝার জন্য ব্যবহার হয়; ব্যক্তিগতভাবে শনাক্তের উদ্দেশ্যে নয়।

৮) থার্ড-পার্টি লিঙ্ক

আমাদের সাইটে বাহ্যিক ওয়েবসাইটের লিঙ্ক থাকতে পারে। ঐসব সাইটের গোপনীয়তা নীতিমালা ও কন্টেন্টের জন্য আমরা দায়ী নই। আপনি সংশ্লিষ্ট সাইটের নীতিমালা আলাদাভাবে পর্যালোচনা করুন।

৯) ডাটা সংরক্ষণকাল

আইনগত বাধ্যবাধকতা, নিরাপত্তা বা বৈধ ব্যবসায়িক উদ্দেশ্য পূরণের জন্য আমরা তথ্য যুক্তিযুক্ত সময় পর্যন্ত সংরক্ষণ করি। আপনার অনুরোধে যুক্তিযুক্ত সীমার মধ্যে তথ্য মুছে ফেলার চেষ্টা করা হবে।

১০) নিরাপত্তা

আমরা যুক্তিযুক্ত টেকনিক্যাল ও অর্গানাইজেশনাল ব্যবস্থা (যেমন HTTPS, অ্যাক্সেস কন্ট্রোল) গ্রহণ করি; তবে ইন্টারনেটের মাধ্যমে ডাটা ট্রান্সমিশন শতভাগ নিরাপদ নয়—এ বিষয়ে আমরা কোন পরম নিশ্চয়তা দিই না।

১১) ব্যবহারকারীর অধিকার (GDPR/CCPA)

  • অ্যাক্সেস: আপনার সম্পর্কে আমরা কী তথ্য রাখি তার কপি চাওয়ার অধিকার।
  • সংশোধন/মুছতে অনুরোধ: ভুল তথ্য সংশোধন বা নির্দিষ্ট তথ্য মুছে ফেলার অনুরোধ।
  • প্রসেসিং সীমিত/আপত্তি: নির্দিষ্ট প্রসেসিংয়ের বিরুদ্ধে আপত্তি বা সীমিত করার অনুরোধ।
  • Opt-out (বিজ্ঞাপন/অ্যানালিটিক্স): উপরের লিঙ্কগুলো ব্যবহার করে।

এসব অধিকারের অনুরোধ জানাতে আমাদের সাথে নিচের যোগাযোগ ঠিকানায় যোগাযোগ করুন।

১২) শিশুদের গোপনীয়তা

আমাদের সাইট ১৩ বছরের কম বয়সী শিশুদের উদ্দেশ্যে নয় এবং আমরা সচেতনভাবে শিশুদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি না। যদি আপনি মনে করেন কোনো শিশু আমাদের কাছে তথ্য দিয়েছে, অনতিবিলম্বে যোগাযোগ করুন; আমরা তা অপসারণের উদ্যোগ নেব।

১৩) নীতিমালার পরিবর্তন

সময়ে সময়ে এই নীতিমালা আপডেট হতে পারে। পেজের শীর্ষে “সর্বশেষ হালনাগাদ” তারিখ পরিবর্তনের মাধ্যমে আমরা তা নির্দেশ করব। গুরুত্বপূর্ণ পরিবর্তন হলে উপযুক্ত নোটিশ দেওয়ার চেষ্টা করব।

Post a Comment