জমি মাপার নিয়ম ও একক সমূহ: শতক, একর, চেইন, ফিট ও মিটার অনুযায়ী হিসাব
আসসালামু আলাইকুম প্রিয় দর্শক - ল্যান্ড সার্ভে বিডি পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে জমি মাপার নিয়ম ও একক সমূহ: শতক, একর, চেইন, ফিট ও মিটার অনুযায়ী হিসাব নিয়ে আলোচনা করব।
জমি মাপার সাধারণ নিয়ম
প্রথমে আমরা জেনে নেই একশতক জমি কিভাবে মাপে। তাহলে আমরা জমি মাপার যাবতীয় হিসাব
সহজে বুঝতে পারবো। আসলে প্রথমে জমির ক্ষেত্রফল বের করতে হয়। রৈখিক ভাবে মেপে এক
লাইনে জমি মাপা যায় না। দুই দিকে হিসাব করতে হয়। লম্বা ও চওড়া দুই দিক গুণ করে যে
ক্ষেত্রফল পাবো তাকে যদি আমরা ৪৩৫.৬ দিয়ে ভাগ করি তাহলে যা আসবে তাই এক শতক। আরো
সহজ করে বললে, জমির আকৃতি যাই হোক এর ক্ষেত্রফল বের করবো। বিভিন্ন সূত্রে এবং
প্রাপ্ত ক্ষেত্রফলকে ৪৩৫.৬০ দিয়ে ভাগ করলে শতক বা এক ডেসিমাল জমি পাবো।
জমি মাপার বিভিন্ন নিয়ম
জমি সাধারণত মাপা হয়-
- হাতে,
- নলে,
- শিকলে,
- ফিটে,
- মিটারে
হাতে জমি মাপা
সাধারণত ৮০ হাত বাই ৮০ হাত মানে ৬৪০০ স্কয়ার হাত সমান ১ বিঘা জমি ধরা হয়। এক হাত
সমান ১.৫ ফিট ধরা হয়।
নলে জমি মাপা
নল মানে বাশের লাঠি সাধারণত সাত হাত লম্বা বা আট হাত বা ১৪ হাত লম্বা বাশের লাঠি
দিয়ে জমি মাপা হতো এলাকাভেদে। এর হিসাব জানতে হলে আগে জানতে হবে কয় হাত লম্বা
নলটি। যদি সেটা জানি তাহলে হিসাব করতে পারব আমরা।
শিকলে জমি মাপা
নানাপ্রকার শিকল বা চেইন বা জরিপ হয়ে থাকে মেট্রিক ও নন-মেট্রক। আমরা এখানে
নন-মেট্রিক এর গান্টার শিকলের বিষয়ে আলোচনা করবো।
গান্টার চেইন
ফরাসি এডমন্ট গান্টা এই শিকল তৈরি করেন তাই একে গান্টার শিকল বলে। এই শিকলকে মোট
১০০ ভাগে ভাগ করা হয়েছে, যার প্রতি ভাগকে বলে লিংক।
আমরা যদি এই শিকলকে গজে হিসাব করি তবে তা ২২ গজ আর ফুটে বা ফিটে নিলে ৬৬ ফিট
লম্বা হয়। গান্টার শিকলের এই ১০০ ভাগের প্রতি এক ভাগের দৈর্ঘ্য ৭.৯২ ইঞ্চি বা
০.৬৬ ফিট। তাই এক গান্টার শিকল সমান ৬৬ ফিট।
গান্টার শিকলে জমির হিসাব
এখানে সবচেয়ে বড় একক হল মাইল এবং তার থেকে ছোট ফালাং তার থেকে ছোট
শিকল/চেইন/জরিপ আর সবচেয়ে ছোট হলো লিংক বা কড়ি।
যেকোন জমি যদি এক ফালাং লম্বা আর এক চেইন চওড়া হয় তাহলে তা এক একর হবে।
শিকলের হিসাব
- ১০০ লিংকে ১ চেইন ধরা হয় আর ১০ চেইনে ১ ফালাং ।
- আবার ৮ ফালাং বা ৮০ চেইনে ১ মাইল। তাহলে আমারা বলতে পারি ৮০০০ লিংকে ১ মাইল।
- এ জন্য ম্যাপের স্কেলের নিচে আমরা দেখতে পাই ১০০ কড়িতে ১ চেইন আর ৮০ চেইনে ১ মাইল 'লিখা থাকে।
- যদি কোন জমি ১০০ লিংক বা ১ চেইন লম্বা আর ১০ লিংক চওড়া হয় তা হলে তা এক শতক/ শতাংশ/ডিশিম/ডেসিমাল/ সেন্ট/ডিং হবে।
ফিটে স্কেলে জমি মাপা
আমাদের দেশে আমিন বা সার্ভেয়ারগণ এই ফিটে বেশি জমি মাপেন তাই এটি অনেক পরিচিত।
যদি কোন জমি ৬৬০ ফিট লম্বা আরা ৬৬ ফিট চওড়া হয় তবে তার মধ্যে ৪৩৫৬০ স্কয়ার ফিট
জায়গায় থাকবে আর একেই বলে এক একর। তবে আকৃতি যাই হোক জমির ক্ষেত্রফল বের করাই
প্রধান কাজ জমি মাপার। জ্যামিতির বিভিন্ন আকৃতির জন্য বিভিন্ন সূত্র প্রয়োগ করে
আমরা ক্ষেত্রফল বের করবো এবং একর হিসাবে নেয়ার জন্য ৪৩৫৬০ দিয়ে ভাগ দিবো।
এই এককের বড় থেকে ছোট ক্রম হলো মাইল, গজ, ফিট, ইঞ্চি, সুতা আর এদের মধ্যে হিসাব
হলোঃ
- ৮ সুতায় ১ ইঞ্চি,
- ১২ ইঞ্চি ১ ফুট,
- ৩ ফুটে ১ গজ,
- ১৭৬০ গজে ১ মাইল।
মিটারে জমি মাপা
মিটার একটি আন্তর্জাতিক পরিমাপক। যদি কোন জমি ১০০ মিটার লম্বা আর ১০০ মিটার
চওড়া হয় তাহলে এর মধ্যে ১০, ০০০ স্কয়ার মিটার বা ১ হেক্টর জমি আছে। এক একর
জমি ৪০৪৬.৮৬ স্কয়ার মিটার। এক শতক জমি-৪০.৪৭ স্কয়ার মিটার। দেশে বেশিরভাগ
যে ফিট ফিতা দিয়ে জমি পরিমাপ করি তার একপাশে মিটারের হিসাব থাকে। সহজে
হিসাবের জন্য এক মিটার সমান ৩.২৮১ ফিট ধরে হিসাব করা যায়।
পুরাতন জমি মাপার হিসাব
- ৯ বর্গফুট = ১ বর্গ গজ
- ৩০.২৫ বর্গগজ = ১ বর্গ পোল
- ৪০ বর্গ পোল= ১ রুড
- ৪ রুড-১ একর
- ৬৪ বর্গ ফর্লং = ১ বর্গ মাইল
- ৪০ রুড = ১ বর্গ ফর্লং
- ১০ একর = ১ বর্গ ফর্লং
জমি মাপার পদ্ধতি অঞ্চলভেদে এবং প্রয়োজন অনুসারে ভিন্ন হতে পারে, তবে মূলত
ক্ষেত্রফল নির্ধারণই সর্বাধিক গুরুত্বপূর্ণ। আমরা যতগুলো একক বা পদ্ধতির
কথা বলেছি, সবগুলোতেই একটি সাধারণ বিষয় হলো—ক্ষেত্রফল বের করে তা নির্দিষ্ট
এককে রূপান্তর করা। শতক, একর, চেইন, ফিট কিংবা মিটারে হোক—প্রত্যেক
পদ্ধতিতেই সঠিকভাবে জমির দৈর্ঘ্য ও প্রস্থ মেপে তা গাণিতিকভাবে বিশ্লেষণ
করলেই নির্ভুল জমির হিসাব পাওয়া সম্ভব।
আপনার আসলেই দৈনিক শিক্ষা ব্লগর একজন মূল্যবান পাঠক। জমি মাপার নিয়ম ও একক সমূহ: শতক, একর, চেইন, ফিট ও মিটার অনুযায়ী হিসাব এর আর্টিকেলটি সম্পন্ন পড়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ। এই আর্টিকেলটি পড়ে আপনার কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
দয়া করে নীতিমালা মেনে মন্তব্য করুন - অন্যথায় আপনার মন্তব্য গ্রহণ করা হবে না।
comment url